নাম | লাল ও সবুজ |
---|---|
ব্যবহার | জাতীয় পতাকা |
অনুপাত | ১০:৬ |
গৃহীত | ১৭ জানুয়ারি ১৯৭২ |
অঙ্কন | সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত |
বাংলাদেশ সিভিলের পতাকা | |
ব্যবহার | বাংলাদেশ সিভিলের পতাকা |
বাংলাদেশ নৌবাহিনী পতাকা | |
ব্যবহার | বাংলাদেশ নৌবাহিনী পতাকা |
বাংলাদেশের মুক্তিযোদ্ধা এর সময় ব্যবহৃত পতাকা (১৯৭১) | |
ব্যবহার | পূর্বের পতাকা |
গৃহীত | ৬ মার্চ ১৯৭১ |
অঙ্কন | সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত ও এর মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। |
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারিসরকারীভাবে গৃহীত হয়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রংয়ের একটি মানচিত্র ছিল। ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়।[১] পতাকার উভয় পাশে সঠিকভাবে মানচিত্রটি ফুটিয়ে তোলার অসুবিধা পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলার অন্যতম কারণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস