মধ্যমিক পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ও টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (টিকিউআই টু) প্রকল্প দুটি কাজ করছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের অধিকতর দক্ষ ও অভিজ্ঞ করে তোলার লক্ষে সেসিপ ও টিকিউআই টু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজণের ব্যবস্থ্য করেন। সম্প্রতি প্রশিক্ষণের এই ধারা অব্যাহত আছে।
সম্প্রতি প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের সংখ্যা ও সময়কাল
ক্রমিক নং | প্রশিক্ষণের নাম ও সময়কাল | পুরুষ | মহিলা | মোট |
০১ | টিসিজি (২৪/০১২০১৮ থেকে ১১০৬/২০১৮) | ১১৯৬ | ৫৫০ | ১৭৪৬ |
০২ | পিবিএম ((১১/০৪/২০১৭ থেকে ১৮/০৫/২০১৭) | ৪৬০ | ২৫৯ | ৭১৯ |
০৩ | এলএসবিই (১২/০৬/২০১৭ থেকে ১৯/০১/২০১৮) | ৯৬০ | ৪১৮ | ১৩৭৮ |
মোট | ২৬১৬ | ১২২৮ | ৩৮৪৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস